বড়ছড়া শুল্ক ষ্টেশনে বিদেশি মদসহ পাঁচজন আটক

8

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরের বিপুল পরিমাণ বিদেশি মদসহ অমর সরকার (২২) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
শনিবার উপজেলার টেকেরঘাট সীমান্তের সীমান্তবর্তী বড়ছড়া শুল্ক ষ্টেশন হতে তাকে আটক করা হয়।
সে পার্শ্ববর্তী মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ডুলপুশি গ্রামের তাপস সরকারের ছেলে।
শনিবার সন্ধায় থানার ওসি মো. আতিকুর রহমান জানান, থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই আবু মুসার নেতৃত্বে শনিবার পুলিশী বিশেষ অভিযানে সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশন হতে বিদেশি মদের চালানসহ অমরকে আটক করা হয়।
অপরদিকে বিভিন্ন মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার পলাতক আসামীকে ্আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, তাহিরপুরের উপজেলার রজনী লাইন গ্রামের রোকন মিয়া, মোদেরগাঁও গ্রামের আওয়াল শেখ, চারাগাঁও গ্রামের আব্দুল হেলাল, মোকসেদপুর গ্রামের ফজর আলী।
শনিবার সন্ধায় তাহিরপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই দীপংকর বিশ্বাস জানান, আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়।