৫ই আগষ্ট গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা সংগঠনের একক কৃতিত্ব নয় -রাজিব আহসান

0

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর সমন্বয়ে সারা দেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা সারাদেশের ন্যায় সিলেটেও অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে বিশাল এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এর সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদল এর সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মির্জা সস্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর পরিচালনায় বিশাল এই কর্মীসভায় বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ জাহিদুর কবির, জেলা যুবদলের সভাপতি এড.মোমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, বিগত দিনে আমাদের শত শত নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলার শিকার হয়েছে। আমাদের গুম হওয়া ইলিয়াস আলী, দিনার, জুনেদ, আনসার আলীসহ সবাইকে বর্তমান সরকার ফেরত দিতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। কিন্ত মুক্তিযুদ্ধের পরেই বৈষম্য শুরু করেছে আওয়ামী লীগ। ২০২৪ সালের ৫ই আগষ্ট গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা সংগঠনের একক কৃতিত্ব নয়। এখানে সবার অংশ গ্রহন রয়েছে তাই এই আত্মত্যাগের পরে আবার কেউ বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করবেন না। ১৬বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রাম তারেক রহমানের নেতৃত্ব হয়েছে। তারেক রহমান এদেশের মানুষকে আন্দোলন সংগ্রামের স্বপ্ন দেখিয়েছেন, অবশেষে আমরা শেখ হাসিনার হাত থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছে। তারেক রহমান ইতিমধ্যে ৩১দফার সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবেই রাষ্ট্রীয় সংস্কার রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তাই আমাদের নিজেদের সংস্কার করতে হবে। সকল লোভ, লালসা পরিহার করে সত্যিকারে জিয়াউর রহমানের একজন কর্মী হতে হবে। আপনাকে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করে যেতে হবে। আমরা সংগঠনের কোনো নেতাকর্মীদের নামে অপবাদ শুনতে চাইনা। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে করতে পারলে আমাদের এই আত্মত্যাগ সফল হবে।