সিলেটে আদালত বর্জনের দ্বিতীয় দিন : ১৬ হাজার কোটি টাকার ডামি নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না

5

দ্বিতীয় দিনের মতো সিলেটে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। ডামি নির্বাচন বাতিলের দাবী জানিয়ে তারা বলেছেন, ‘ ১৬ হাজার কোটি টাকার ডামি নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। মানুষের ট্যাক্সের টাকা ব্যয় করে এ ধরনের নির্বাচন জাতির সঙ্গে প্রহসন ছাড়া কিছু নয়।’ বক্তারা বলেন, ’ বিচার বিভাগ নিরপেক্ষ না থাকায় সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা জরুরি।’ তারা বলেন, ’ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার নীলনকশা বাস্তবায়ন করতে রাষ্ট্রকে দেউলিয়া করে তুলছে।’
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো আদালতের কার্যক্রম থেকে বিরত থেকে অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ করেছেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবী। জেলা জজ আদালতের সামনে অবস্থান ও সমাবেশ, আদালত চত্বরে মিছিল করে ২ নং বার হলের সামনে গিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করেন তারা।
সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুকঅ্যাডভোকেট মো. আলীম উদ্দিন, অ্যাডভোকেট মো মুহিবুর রহমান, অ্যাডভোকেট মো আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট মো.আনসারুজ্জামান, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট খালেদ আহমদ জোবায়ের, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট মো আব্দুর রব, অ্যাডভোকেট মো দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট মো.সফিকুল ইসলাম, অ্যাডভোকেট মো.আজিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট মো আব্দুল খালিক, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট ইসরাফিল আলী, অ্যাডভোকেট মো.লিয়াকত আলী, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট ছমির উদ্দিন, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোবারক হোসেন রনি, অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, অ্যাডভোকেট আমিনুল হক খান, অ্যাডভোকেট মো.খালেদ হোসেন, অ্যাডভোকেট শামীম আহমদ, অ্যাডভোকেট গোলাম রসুল সুমেল, অ্যাডভোকেট বদরুল আলম শিপন, অ্যাডভোকেট মো. মহিদুল হক, অ্যাডভোকেট জাহিদুল হক জাবেদ, অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট নাজমুল হুদা শাহান, অ্যাডভোকেট আসাদ উল্লাহ, অ্যাডভোকেট সুদিপ, অ্যাডভোকেট মাহি, অ্যাডভোকেট সোলাইমান আলী, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি