মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, এক সময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির মতো ভিক্ষুকের দেশ ছিল। তখন বিশ্ববাসী বাংলাদেশের নাগরিকদের সম্মান করতো না। এটি ছিল আমাদের জন্য চরম অপমানের। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সামনের দিকে এগিয়ে যাওয়া একজন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বাংলাদেশ বদলে গেছে। এখন বদলে যাওয়া বাংলাদেশের নাগরিকদের বিশ্ববাসী সম্মান করেন। যা অত্যান্ত সম্মানের বিষয়। তিনি বলেন, মঙ্গলের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করতে হয়। সেই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ অবতীর্ণ হয়েছে। এ প্রতিযোগিতায় যে পাকিস্তানের কবল থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই পাকিস্তানকে হাজার বছর পেছনে রেখে এসেছি। শুধু তাই নয়, আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তাই আসুন সবাই মিলেমিশে আমাদের সোনার বাংলাকে সোনালী দিনে নিয়ে যাই। তিনি আরো বলেন, একটি উন্নয়নের পথ ও আরেকটি অশান্তির পথ। উন্নয়ন চাইলে অশান্তিকে না বলুন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
১৮ ডিসেম্বর সোমবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় শ্রী শ্রী জগন্নাথ জিউড় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ও মন্ত্রীপুত্র শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহদাত মান্নান অভি। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় সূত্রধর খোকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, হীরা মোহন দেব, প্রজেশ গোপ, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, মন্তোষ দেব, সেবক রঞ্জন দেব, অতুল সূত্রধর, শংকর দেব, সুমন দাস, সবুজ রাম, নিকুঞ্জ বৈদ্য, লিটন দাস, নিপেশ দাস, সুরাই দাস, সমর দাস, কাজল বণিক, জেলা ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয় প্রমূখ।
এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, আলহাজ জামাল মিয়া তালুকদার, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, শুধাংশু শেখর রায় বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বিভাষ দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা শ্রমিকলীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া আরো বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।