জগন্নাথপুরে আমন সংগ্রহ উদ্বোধন

33

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আমন সংগ্রহ উদ্বোধন হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সদর খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ন্যায্যমূল্যে আমন ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ উদ্বোধন করা হয়। এ সময় সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.শাহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সদর খাদ্যগুদাম কর্মকর্তা দীপক সূত্র ধর, খাদ্য পরিদর্শক রুহুল আমিন চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগ্রহ বিষয়ে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.শাহাব উদ্দিন জানান, জগন্নাথপুর সদর ও রাণীগঞ্জ খাদ্যগুদামের মাধ্যমে এবার ৩০ টাকা কেজি দরে ২৯৬ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে। সেই সাথে বৈধ মিলারদের কাছ থেকে ৪৩ টাকা কেজি দরে ২৬৯৬ মেট্রিকটন আতপ ও ৪৪ টাকা কেজি দরে ৬৪ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আমন ধান ও চাল সংগ্রহ আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে।