সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে নিহত ও আহতদের আর্থিক সহযোগিতার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রোববার উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, গাজী মোঃ জাফর সাদেক কয়েছ গাজী, ফয়েজ উদ্দিন আহমদ, সাজুওয়ান অহমদ, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, আনহার উদ্দিন, হুরায়রা ইফতার হোসেন, সায়েম আহমদ, আলী আফছার মো: ফাহিম, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ এপোলো, স্যার জন রাসু প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
সভার প্রধান আলোচ্য বিষয় অনুযায়ী মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডের বিষয়ে আলোচনা করা হয় এবং মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনের সত্ত¡াধিকারী আখতার ফারুক লিটন পুরো ঘটনার বর্ণনা দেন। এই ষ্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় উপস্থিত সবাই মর্মাহতও শোকাহত। এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করাহয়। গুরুত আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে যেন আল্লাহ পাক যেন দ্রæত সুস্থ্য করে তোলেন এই কামনা করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনের কগ্নিকান্ডে নিহত ও যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে সিএনজি এসাসিয়েশনের পক্ষ থেকে মানবিক ও আর্থিকভাবে সহযোগিতা করার উপস্থিত সবার মতামতের উপর সিন্ধান্ত গৃহত হয় যে সর্ব নি¤œ ২০হাজার টাকা এবং এর বেশি যে দিতে চান তা সমিতির অর্থ সম্পাদকের কাছে প্রতি ষ্টেশনের পক্ষ থেকে জমা দেওয়ার অনুরোধ করা হয়। তাই মানবিক ও আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য আগামী ৭অক্টোবরের মধ্যে নগদ অথবা চেকের মাধ্যমে এসোসিয়েশনের অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ এর কাছে জমা করা এবং উপরোক্ত বিষয়ে একটি চিঠি দিয়ে সকল সিএনজি ফিলিং ষ্টেশনের মালিক গণ কে অবগত করার জন্য সিদ্ধান্ত হয়। -বিজ্ঞপ্তি