সিলেট-ঢাকা রুটে বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট চালুর লক্ষ্যে সিলেট চেম্বারের পত্র

7

 

সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট রুটে বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট প্রতিদিন চালুর লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বরাবরে পত্র প্রেরণ করেছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চেম্বার সভাপতি তাহমিন আহমদ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে- সিলেট প্রবাসী অধ্যূষিত অঞ্চল এবং পর্যটন নগরী হিসেবে বিখ্যাত। সিলেটের প্রচুর ব্যবসায়ী, প্রবাসী, পর্যটক, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য ও সরকারী কর্মকর্তাবৃন্দ প্রতিদিন বিমানযোগে সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট রুটে যাতায়াত করেন। কিন্তু দুঃখের বিষয় এ রুটে সপ্তাহে মাত্র একদিন বিমানের সান্ধ্যকালীন ফ্লাইট চালু রয়েছে। অপরদিকে বেসরকারী এয়ারলাইন্সগুলো উক্ত রুটে প্রতিদিনই রাত ৮:০০ ঘটিকা থেকে ৮:৩০ ঘটিকা পর্যন্ত ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ বিমানের সান্ধ্যকালীণ ফ্লাইট না থাকায় প্রাইভেট এয়ারলাইন্সগুলো যাত্রীদের নিকট হতে ইচ্ছামত ভাড়া আদায় করছে। চেম্বারের পত্রে আরো উল্লেখ করা হয়েছে- সিলেটের যাত্রীগণ বাংলাদেশ বিমানের উপর অধিক আস্থাশীল এবং বিমানে যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে সিলেটের ব্যবসায়ী ও সরকারী কর্মকর্তাবৃন্দ সকালে ঢাকায় গিয়ে কাজ শেষ করে ঢাকার যানজট ও অন্যান্য কারণে দিনের ফ্লাইট ধরতে পারেন না। তাই বাধ্য হয়ে তাদের প্রাইভেট এয়ারলাইন্সের সান্ধ্যকালীণ ফ্লাইটে যাতায়াত করতে হয়। তাই সিলেটের সর্বস্তরের যাত্রীদের কথা বিবেচনা করে এবং বিমানের আয় বৃদ্ধির লক্ষ্যে সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে প্রতিদিন বিমানের সান্ধ্যকালীণ ফ্লাইট চালুর জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও পত্রের কপি পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি