বরইকান্দি ইউনিয়নে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন

3
দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন।

সারা দেশের ন্যায় ইউনিয়ন পর্যায়ের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর উদ্বোধন হয়েছে দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে।
শনিবার (৭ আগষ্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১, ৩ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্য থেকে ৬শ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
ভ্যাকসিন প্রদান কার্যক্রম দেখতে যান, আওয়ামী লীগ মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা, দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিমুর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা পুতুল আহমদ, মহানগর যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শৈলেন কর, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নূরুল ইসলাম, ২নং ওয়ার্ডের মেম্বার এহসানুল হক ছানু, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, মোঃ রায়হান হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, মহানগর যুবলীগ নেতা সাইদ ইকবাল, মহানগর ছাত্রলীগ নেতা শান্ত কুমার মল্লিক, দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহেদ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা রানা আহম্মদ, দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা উপ ধর্ম বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি