সুনামগঞ্জ প্রতিনিধি
বৃষ্টি হলেই সুনামগঞ্জ পৌর শহরে দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে। এই ভোগান্তি নিরসনে ৫টি খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
জানা যায়, সামান্য বৃষ্টি হলেই শহরজুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টির পানি ঢুকে পড়ে শহরের আবাসিক এলাকার বসতঘরে। ফলে ভোগান্তিতে পড়েন পৌরবাসী। ২৫ বছর ধরেই চলছে এই ভোগান্তি। সেই ভোগান্তি নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জে খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ৫ শতাধিক বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
রোববার সকাল ১০টায় পৌর শহরের পুরাতন বাসট্যান্ড এলাকার খামারকালী খালটি উদ্ধারের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এই খালটি দখল করে ৫০টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও ৪০টি বসতবাড়ি গড়ে ওঠে। যেগুলো এরইমধ্যে ভেঙে ফেলা হয়েছে।
এছাড়াও পৌরসভার অভ্যন্তরে অবস্থিত তেঘরিয়া খাল, বড়পাড়া খাল, নলুয়াখালী খাল ও বলাইখালী খাল দখল করে আরও ৪ শতাধিক বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে উঠেছে। যা পুরোপুরি দখলমুক্ত করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।
শহরের গুরুত্বপূর্ণ খালগুলো উদ্ধার হওয়ায় খুশি পৌরবাসী। তাদের প্রত্যাশা খালগুলো উদ্ধার করে দ্রæত পানি নিষ্কাশনের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হবে। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জানান, এই খালগুলো উদ্ধার করে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন মিলে দ্রæত একটি প্রকল্প হাতে নেবে।