জেড. এম. শামসুল :
অগ্নি ঝরা ১৫ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট ইয়াহইয়া খান নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় আসলো। এদিন ইয়াহইয়া খানের সাথে কয়েকজন সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক উপদেষ্টা আসে। ইয়াহইয়ার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও রাজধানী ঢাকা সহ সারাদেশে সভা-সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালিরা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কারণে বাঙালি কর্মচারীরা সুগন্ধায় কাজ করতে অস্বীকৃতি জানায়। এমনকি বাঙালি বাবুর্চিরাও ইয়াহইয়াকে রান্না করে দিতে অস্বীকৃতি প্রকাশ করে। আজকের এই দিনে বাঙালি নেতৃবৃন্দ পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টোর সমালোচনা করে এক বিবৃতিতে প্রকাশ করেন। এদিন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এক সভায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ইয়াহইয়ার আগমনে বাঙালিরা আরো ক্ষেপে যায়। সভা-সমাবেশ অব্যাহত থাকে।