মাদক মামলায় এক জনের ১০ বছরের সশ্রম কারাদন্ড

11

 

স্টাফ রিপোর্টার

সিলেটে মাদক মামলায় এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সিলেটের দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ শাহাদৎ হোসেন প্রামানিক এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ জয়নাল আবেদীন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম, মোঃ বদরুল আমিন (২৭)। সে জালালাবাদ থানার খিত্তারগাঁও গ্রামের হুশিয়ার খানের ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৫ জানুয়ারী রাত ১০ টার দিকে র‌্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার পীরপুর জামে মসছিদের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ বদরুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬ লক্ষ ৬৬ হাজার টাকা দামের ৩৩ কেজি ৩শ’ গ্রাম গাঁজা ও গাঁজাবহনকৃত (ঢাকা মেট্রো-খ-১১-০৩৯৯) নং একটি প্রাইভেটকার উদ্ধার ও জব্দ করে। এ ব্যাপারে র‌্যাব-৯’র এসআই (নিঃ) বাহার উদ্দিন বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৮ (১৫-০১-২০২১)।
দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ১৮ ফেব্রæয়ারী জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) আসাদুজ্জামান একমাত্র মোঃ বদরুল আমিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র নং-৪৬) দাখিল করেন এবং ২০২২ সালের ১৩ মার্চ আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত আসামী মোঃ বদরুল আমিনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল মামলাটি পরিচালনা করেন।