বেকারত্বের ফাঁস

35

সৌমেন কুমার

প্রতিদিন করি হাপিত্তাশ
সুখ যত হচ্ছে নাশ,
হয়ে আছি জীবন্ত লাশ
কষ্টে যায় দিন আর মাস।

ক্রমে যাচ্ছি হয়ে ভাজ ভাজ
সবাই করে ফিসফাস,
করতে হবে হয়ত চাষবাস
কি হলো করে পাশ !

ভেঙে চুরমার সব বিশ্বাস আর
সুন্দর স্বপ্নবিন্যাস,
দগ্ধ আজ জীবন উপন্যাস
হয়ে গেছি সন্ন্যাস।

ভুলে গেছি কি ঐ বিকাশ
জগত যেন বোগাস,
শেষ সম্বল শুধু দীর্ঘশ্বাস
আর বেকারত্বের ফাঁস।