হবিগঞ্জে ২ বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

16

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশেষে খাদ্যপণ্য তৈরী ও বিএসটিআই’র অনুমোদন না থাকাসহ বিভিন্ন অভিযোগে ২ বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কামড়াপুর ও সুলতানমাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সিলেট বিএসটিআই’র একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সরেজমিনে গিয়ে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশেষসহ নানা অসংগতি দেখা যায় সুলতানমাহমুদপুর এলাকায় অবস্থিত রনি ফুড গার্ডেনে। এসময় গার্ডেনটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অবস্থা কামড়াপুর এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ব্রেড এন্ড বেকারি। যার কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।