দক্ষিণ সুনামগঞ্জে অপহরণের এক মাস পর অপহৃতা উদ্ধার

52

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
অপহরণের এক মাস পর অপহৃতাকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছয়হারা গ্রামে। জানা গেছে, গ্রামের ইসমাইল আলীর ১৪ বছরের মেয়েকে জোরপূর্বক মেয়ের চাচা আব্দুল আলীম, চাচী হাফিজুন্নাহার ও সৎ মা সাকেরা বেগম গত ২ সেপ্টেম্বর একই উপজেলার শিবপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে লিটন মিয়ার সাথে কোন প্রকার কাবিন রেজিস্ট্রি ছাড়াই আকদ্ পরিয়ে বিয়ে দেন। বিয়ের কয়েক দিন পরে শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে তার পিতার কাছে তুলে দেন। এ ঘটনায় মেয়ের চাচা, চাচী ও সৎ মা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে মেয়েকে তার আরেক চাচা এলখাছ মিয়ার আশ্রয়ে দেয়া হয়। গত ৯ সেপ্টেম্বর এলখাছ মিয়ার বাড়ি থেকে মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মেয়ের চাচা আব্দুল আলীম। এ ব্যাপারে এলখাছ মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মেয়ের চাচা আব্দুল আলীম, চাচী হাফিজুন্নাহার, সৎ মা সাকেরা বেগম ও স্বামী লিটন মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে গত রেবাবার আসামী আব্দুল আলীমের বাড়ি থেকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন।