কনক কুমার প্রামানিক জানুয়ারি ২১, ২০২৩ 6 Facebook Twitter Pinterest WhatsApp কলুর বলদ : দিনরাত্রি খেটেই মরি যেন কলুর বলদ, মূল্যহীন তবু সে কাজ সবাই ধরে গলদ। নিরলস খেটেই চলি পাইনা কাজের দাম, জীবন বাজী রাখি তবু নেইকো কাজের নাম। বৃথা জীবন মূল্যহীন গাঁধার মতো খেটে, ব্যথা ভরা জীবনটাতে সুখের হাসি না ফোটে।