হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বর্তমানে হবিগঞ্জ সদর উপজেলায় কর্মকর্তা) মোঃ জাহানকে দূর্নীতির দায়ে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মামলার ওপর আসামী বামৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, মোঃ গোলাম কিবরিয়া সহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোঃ সোহায়বে হোসেন বাদী হয়ে মামলা দায়ের করার পর মোহাম্মদ জাহান উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। জামিনের সময়সীমা শেষ হওয়ার পর ১২ জানুয়ারি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত মোহাম্মদ জাহানকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। একই দিন আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন হবিগঞ্জ জেলা দুদকের সাবেক উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া।
অভিযোগ পত্রে দুর্নীতি দায়ে লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, ৪ নং বামৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন, লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সাবেক উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাবেক অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ গোলাম কিবরিয়া ও সাবেক অফিস সহকারী হাবিবুর রহমানকে দায়ী করা হয়েছে।