শাহীন খান :
শিশুর হাসি ভালোবাসি
করে আমার মন উদাসি
কাব্য লিখে যাই
আধো আধো বোলে তাহার
ঝরে পড়ে রংয়ের বাহার
তুলনা তার নাই।
শিশুর কান্না হিরে পান্না
তবু বলি না না আর না
বারণ করি রোজ
খেলায় মাতুক অহর্নিশি
তাদের সাথে এসো মিশি
একটু যে নিই খোঁজ।
পথের শিশু যারা আছে
যাই ছুটে যাই তাদের কাছে
পাশে এসে দাঁড়াই
আদর সোহাগ দিই বিলিয়ে
দুঃখ তাদের যাক মিলিয়ে
স্নেহেরই হাত বাড়াই।