আগামী ৩ নভেম্বর শুক্রবার জেল হত্যা দিবস। দিবসটি স্মরণে কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বেলা সাড়ে ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠেবন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানকে। ওই চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরা যেমন ছিলেন নির্ভীক, তেমন সৎ, ঠিক তেমনই দুরদৃষ্টি সম্পন্ন। বিজ্ঞপ্তি