নীল চাদর

13

সালমা আক্তার চাঁদনী :

নীল আকাশে নীল চাদরে মোড়ানো টুকরো আমার ভালোবাসা,
এলো বাতাসের হাওয়ায় উড়ানো স্বপ্ন ভরা আশা।

মেঘের ভেলায় ভাসামান জীবনের প্রতিটি ক্ষনে,
কেমন করে দেই যে আমি বুঝ জনে জনে।

সবুজের সমারোহে সমৃদ্ধ করেছে আমার মন,
নেই কোন সম্পদও আমার নেই কোন আপন জন।

বিদগ্ধ মহলে প্রবেশ করে বুঝতে পারছি আমি,
হেরে গিয়ে দেখি আমি আজও একই রয়েছো তুমি।

পরিবর্তন করতে পারোনি আমায় ছাড়া কিছু,
তাই তো আমি আজও অন্ধের মতো নিচ্ছি তোমার পিছু।