পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন ১০ ডিসেম্বর

26

দৃষ্টি নন্দন পুনর্নির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এর উদ্বোধন হবে ১০ ডিসেম্বর। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসহ জাতীয় ও  স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, উদ্বোধনী অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন, বদর উদ্দিন আহমদ কামরান, আনম শফিকুল হক, মোঃ আরশ আলী, ভবতোষ রায় বর্মন রানা, নাজনীন হোসেন, জাকির আহমদ, হ্যারল্ড রশীদ, হিমাংশু বিশ্বাস, অনিল কিষান সিংহ, আল আজাদ, পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, এনায়েত আহমদ, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রিন্স সদরুজ্জামান, আব্দুর রহমান জামিল, সায়ফুল আলম রুহেল, এমাদ উদ্দিন মানিক, মোকাদ্দস বাবুল, এনামুল মুনীর, নিরঞ্জন দে যাদু, শামসুল আলম সেলিম, মিসফাক আহমদ মিশু, কে এম কিবরিয়া, খোয়াজ রহিম সবুজ, শামসুল বাসিত শেরো, ব্রজ গোপাল চৌধুরী, অনিমেষ বিজয় চৌধুরী, প্রতিক এন্দ, রজত কান্তি গুপ্ত, সিরাজ উদ্দিন শিরুল, মোহাম্মদ বাদশা গাজী ও আঞ্জুমান দও অঞ্জন। এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহসান।
সভায় বদর উদ্দিন আহমদ কামরানকে উদ্বোধনী অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তি