বিভাগব্যাপী দি সিলেট ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

23

একযুগে সিলেট বিভাগজুড়ে অনুষ্ঠিত হয়েছে দি সিলেট ইসলামিক সোসাইটি আয়োজিত ষষ্ঠ শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৮ নভেম্বর) সিলেট বিভাগের ১৯ টি কেন্দ্রে সিলেট জেলা ও মহানগর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।
এদিকে সকালে সিলেট মহানগর এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শাকুর, সহকারী সেক্রেটারি প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংক চুনারুঘাট শাখার ম্যানেজার আ স ম মওদুদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইয়দী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ গোলাম রব্বানী, শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় উপশহরের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ জসীম উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ শামীম আহমদ, শিক্ষাবিদ হাফিজ মোশাহিদ আহমদ, কবি মামুন সুলতান, রফিক মিয়া মজুমদার ও মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।
সিলেট জেলার শাহ সিদ্দিক (রহ) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট কবি ও দার্শনিক শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ জাকারিয়া চৌধুরী ও সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান।
মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা একাডেমির কেন্দ্র পরিবেশন করেন প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও মাসিক সুরজাহান সম্পাদক শাহ মুহাম্মদ মাসুক, দৈনিক আমার কাগজ জেলা প্রতিনিধি মুক্তাদির হোসাইন, কেন্দ্র সচিব ও একাডেমির প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী।
নবীগঞ্জ দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, কমিটির সদস্য আনোয়ার হোসাইন খাঁন, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুদ্দিন ও হযরত শাহজালাল ইসলামিক একাডেমীর প্রধান শিক্ষক কাওছার আহমদ।
সুনামগঞ্জ জেলার কেন্দ্র পরিদর্শন করেন আল-হেরা জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি