আনন্দ খেলাঘর আসর আয়োজিত শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক ৩৯তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২২ গত ১১ ও ১২ নভেম্বর সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং শাহপরান সরকারি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় এক সহস্র শিক্ষার্থীদের অংশগ্রহণনে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শন করেন সিলেট-৩ আসনের এমপি জননেতা হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগের সিনিয়র নেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংসদ জননেতা শফিকুর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরীক্ষার সমাপনী অনুষ্ঠানে পরীক্ষার সচিব মইন উদ্দিন আহমদ খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন পরিক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সফির আহমদ কামাল, শহীদ সুলেমানের ভাই বোরহান হোসেন, আনন্দ খেলাঘর আসরের সভাপতি জালাল উদ্দীন ও সেক্রেটারি আব্দুল আওয়াল ওয়েছ। এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি কমিটির সভাপতি মইন উদ্দিন আহমদ, নিজাম উদ্দীন, মুনিম আহমদ, গোলাম আজম মন্জু, গোলাম রব হাসনু, আনন্দ খেলাঘর আসরের সহ সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, আশরাফ আহমদ, রোজিনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক রানা আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ নাদিম, অর্থ সম্পাদক জালকিফ খাঁন, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাহেদ আহমদ শান্ত, নাট্য ও সাহিত্য সম্পাদক আব্দুল শহিদ দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব আহমদ, ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক শাকিল আহমদ, পাঠাগার সম্পাদক সাইফ আহমদ, সদস্য শামীমা আক্তার, ওয়াফি, তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি