সিলেটে প্রতিনিধি সম্মেলন সম্পন্ন ॥ সমকাল দেশ ও মাটি মানুষের পত্রিকা

15
সমকাল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত অতিথিরা।

দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেছেন, সমকাল কোন দল বা গোষ্ঠির পত্রিকা নয়। এটি জনগণের পত্রিকা। এটি কথা বলে দেশ, মাটি ও মানুষের। তাই সমকাল নিয়ে কোন আপোষ নেই। নির্বিঘ্নে কাজ চালিয়ে যান। তিনি বলেন সমকাল ঘুরে দাঁড়িয়েছে, এখন এগিয়ে যাওয়ার পালা। আমাদের এগিয়ে যাওয়া কোনভাবেই দমানো যাবেনা। রবিবার সমকাল সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরীর একটি হোটেলে দিনব্যাপি প্রতিনিধি সম্মেলন ছাড়াও সংবাদপত্র এজেন্ট, সংবাদপত্র সমিতির নেতৃবৃন্দ ও সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সাথে মতবিনিময় করেন আবু সাঈদ খান।
পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন মফস্বল সম্পাদক মনিরুল ইসলাম, সার্কুলেশন বিভাগের ব্যবস্থাপক হারুনুর রশীদ, সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান, বিপনন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ গোলাম সাব্বির, সমকাল সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু। প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পঙ্কজ দে, মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী, বিয়ানীবাজার প্রতিনিধি আহমেদ ফয়সাল, ওসমানী নগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনা, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর অঅরম খায়ের, গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনি চন্দ, কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, কুলাউড়া প্রতিনিধি আশরাফ তানভীর, ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, তাহিরপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, জগন্নাথপুর প্রতিনিধি তাজ উদ্দিন, বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, নবীগঞ্জ প্রতিনিধি আহমদ আজাদ, মাধবপুর প্রতিনিধি আইয়ুব খান ও জুড়ি সংবাদাদাতা বেলাল হোসেন।
দুপুরে সিলেটের সংবাদপত্র এজেন্ট ও হকারদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে উদয়ন এন্টারপ্রাইজের পরিচালক সিকান্দর আলী, আলমগীর এন্টার প্রাইজের পরিচালক ইসমাইল হোসেন, হাফিজ উল্লাহ, অ্যাডভোকেট আহসান হাবিব, জাহাঙ্গির হোসেন, আলমগীর হোসেন, মহানগর সংবাদপত্র সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, অর্থ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি শাহ আলম প্রমুখ। এ সময় তারা সিলেটে সমকালকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন।
বিকালে সমকাল সুহৃদ সমাবেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন আবু সাইদ খান ও বিভাগীয় প্রধান আসাদুজ্জামান। এ সময় সিলেটে সুহৃদদের নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। এ সময় বক্তব্য দেন, সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান, মুকিত রহমানী ও ফয়সল আহমদ বাবলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ, আলী সুহৃদ মাসুদুর রহমান মাসুদ, সাবের হোসেন রানা, তৌহিদুল ইসলাম তৌহিদ, পলাশ ধর, সায়াদ হোসেন আকাশ, ফাহিমা বেগম, সাহিনা বেগম, শাদমান সাকিব, শরীফ আহমদ, ওয়ায়েছ আহমদ রবিন, মুনিরা রহমানী মাহা প্রমুখ। বিজ্ঞপ্তি