সুনামগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভার ব্যানারে নেই নাছির চৌধুরীর নাম

10

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার শহরের পানসী রেস্টুরেন্টের কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভার ব্যানারে কেন্দ্রীয় বিএনপির নেতাদের নাম অতিথির তালিকায় থাকলেও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দিরাই-শাল্লার সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নাম অতিথির তালিকায় নেই। এ নিয়ে নাছির প্রিয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন, নির্বাহী সদস্য-ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিভাপতি, ছাতক-দোয়ারার সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী জানান, আমরা দেখছি বিভাগীয় সমাবেশগুলোতে বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়। কিন্তু নাছির উদ্দীন চৌধুরী অসুস্থ থাকায় ব্যানার থেকে উনার নাম বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি নাছির চৌধুরী সুনামগঞ্জ জেলার অনেক নেতাকর্মীর মনের মনিকোটায় অবস্থান করছেন। রাজনীতিবিদদের আরো নমনীয় হওয়া উচিৎ আজকের নেতাদের মনে রাখতে হবে সিনিয়দের সাথে যে আচরণ করা হচ্ছে আপনি সিনিয়র হলে জুনিয়ররা আপনার সাথে সেই আচরণই করবে।