স্টাফ রিপোর্টার :
কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর শাখার উদ্যোগে সকাল সাড়ে ৯টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে সার্বিক অর্থে সফল করার দায়িত্বে ছিলেন কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটির সভাপতি ডা. নাছিম আহমেদ এবং সিলেট মহানগর কমিউনিটি পুলিশের সেক্রেটারি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।