স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেলে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। আসরের ১৮তম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারিয়ে এই অর্জন ঝুলিতে পুরেছে শান্ত-শফিউলরা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে চিটাগং। জবাবে ১০ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে খুলনা।
খুলনার পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেছেন রিলে রুশো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ। ৪টি চার, ১টি ছয়ে রিয়াদ তার ইনিংসটি সাজিয়েছেন। এ ছাড়া ২৪ বলে ৩৪ রান করেছেন আরিফুল হক আর সবশেষ ব্যাটিং নামা কার্লোস ব্রাথওয়েট ২ বলে ১ ছয়, ১ চার হাঁকান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন চিটাগংয়ের লুক রনকি। দ্বিতীয় উইকেটে বড়সড় জুটি গড়েন সৌম্য সরকার ও এনামুল হক। দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৯৫ রান। ব্যক্তিগত ৩২ রান করে সৌম্য আউট হলেও অপরপ্রান্তে থাকা এনামুল খানিকটা সময় লড়ে যান। শেষ পর্যন্ত ৪৭ বলে ৫ চার ৩ ছয়ে ৬২ রান উপহার দেন এনামুল।
স্লগ ওভারে স্টিয়ান ব্যান জিল আর আফগান খেলোয়াড় নাজিবুল্লাহ জাদরান চার-ছক্কার ঝলক দেখিয়ে চিটাগংকে এনে দেন লড়াকু সংগ্রহ। চিটাগংয়ের পতন হওয়া পাঁচ উইকেটের মধ্যে ২৬ রান দিয়ে ৩টি উইকেট ঝুলিতে পুরেছেন আবু জায়েদ। খালি হাতে ফেরেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বাকি একজন রান আউটের ফাঁদে পড়েন।
সংক্ষিপ্ত স্কোর :
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬০/৫ (লুক রনকি ৩, সৌম্য সরকার ৩২, এনামুল হক বিজয় ৬২, সিকান্দার রাজা ০, নাজিবুল্লাহ জাদরান ২৪, স্টিয়ান ব্যান জিল ২৩*, ক্রিস জর্ডান ১*; মাহমুদউল্লাহ ১/২২, আবু জায়েদ ৩/২৬)
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৬৪/৫ (মাইকেল ক্লিঙ্গার ১, ধীমান ঘোষ ৪, রিলে রুশো ৪৯, কার্লোস ব্রাথওয়েট ১০*, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮*, নাজমুল হোসেন শান্ত ৯ আরিফুল হক ৩৪; সানজামুল ১/৩৩, রাজা ১/২০, তাসকিন ১/৩৮, আল আমিন ১/১৪, তানবীর হায়দার ১/২৯)
ফল: খুলনা ৫ উইকেটে জয়ী।