দেশ বরণ্যে আলেমে দ্বীন, ঢাকা মতিঝিল মিসবাহুল উলূম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাহমূদুল হাসান বলেছেন, পৃথিবীর আনাচে কানাচে মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। যুদ্ধ-বিগ্রহের দৃশ্য দেখে আইয়্যামে জাহেলিয়াতের ইতিহাস স্মরণ হয়ে যায়। তিনি বলেন, অশান্ত পৃথিবীতে স্বস্তি নিশ্চিত করতে আল্লাহর রাসূলের জীবনাদর্শের অনুকরণ প্রয়োজন। তিনি আরও বলেছেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিত্রাণ পেতে রাসূলুল্লাহ (সা.) এর সিরাত জানা ও মানা অপরিহার্য। মুসলমানদের উচিৎ তাঁর জীবনাদর্শকে উসওয়ায়ে হাসানাহ হিসেবে গ্রহণ করা।
তিনি শনিবার বিকেলে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শায়খুল হাদীস মাওলানা ইসহাক আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, মাওলানা আবু তায়্যিব সৎপুরী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আলেমেদ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী, মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাসুক আহমদ, হাফিজ মাওলানা মুশাহিদ আহমদ, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম ও হাফিজ আশরাফ উদ্দীন।
উপস্থিত ছিলেন, প্রবীণ ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক, আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, পরিষদের উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ, মুফতি আলী হায়দার, মুহাদ্দিস হাবীবুল্লাহ, মাওলানা সাদিক সিকানদার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা শাহ মাহমুদুল হক, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান ও হাফিজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
হাফিজ আব্দুল আহাদের কন্ঠে অর্থসহ তেলাওয়াতের মাধ্যমে সূচীত মাহফিলে নাতে রাসূল পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর সদস্য শিল্পী আহমদ নাফিস, আল-ফালাহ শিল্পী গোষ্ঠীর সদস্য জাহিদ জাফর এবং হামদে বারী তায়ালা পরিবেশন করেন তারান্নুম শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। মাহফিলের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন আলেমেদ্বীন মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী। বিজ্ঞপ্তি