তাহিরপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ কয়লা শ্রমিক আটক

3

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ কয়লা শ্রমিককে আটক করেছে বিজিবি। আটককৃত কয়লা শ্রমিকরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে মো. শহিদুর রহমান (৪৫), একই ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মৃত সাবুদ আলীর ছেলে খাঁন জামাল (২১),পুরান লাউড়েরগড় গ্রামের আ.গফুর মিয়ার ছেলে মো. হারিছ মিয়া (৩৮),এবং পাশ্ববর্তী বিশ্বম্ভপুর উপজেলার ছিনাকান্দি গ্রামের শরিফগঞ্জ গ্রামের মো. লাল মিয়ার ছেলে লাইক মিয়া (২২)।
বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে আটককৃত কয়লা শ্রমিক যাদুকাট নদী হয়ে সীমান্ত পিলার ১২০৩/২ এর নিকট দিয়ে অবৈধভাবে ভারতের ৫০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে কয়লা আনার জন্য। পরে ভারত থেকে ফেরার পথে লাউড়েরগড় সীমান্ত রেখায় তাদের আটক করে লাউড়েরগড় বিওপির একটি নিয়মিত টহল দল।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি ৪ কয়লা শ্রমিককে বিজিবি আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।