স্মরণ সভায় বক্তারা ॥ অধ্যক্ষ আওলাদ হোসেন ছিলেন সৎ ও নির্লোভ ব্যক্তি

25

প্রয়াত অধ্যক্ষ আওলাদ হোসেন ছিলেন একজন সৎ ও নির্লোভ ব্যক্তি। তিনি ছাত্র জীবন থেকেই সবার কাছের মানুষ ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। নিবেদিত প্রাণ শিক্ষানুরাগী আওলাদ হোসেন জীবদ্দশায় সর্বদা গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। আওলাদ হোসেনের মতো সমাজসেবক, দক্ষ সংগঠক, ধর্মপ্রাণ ও বিচক্ষণ ব্যক্তির আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, বন্ধু ও ছাত্ররা এক মানবিক যোদ্ধাকে হারিয়েছে।
শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ আওলাদ হোসেন স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
সহপাঠী বন্ধু পারভেজ আহমদ কিনু, অনুজ প্রতিম বদরুল আলম মাছুম ও রেজাউল কিবরিয়া লিমনের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন এডভোকেট ওয়াহিদুজ্জামান।
জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর সুধাংশু শেখর তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ দেবনাথ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলি কর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মো. শাহজাহান, শাহরিয়ার কবির সেলিম, অধ্যক্ষ ড. এনামূল হক সরদার, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক মো. শামস উদ্দিন, এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট আবদুর রহমান সেলিম, সিসিক’র ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, এটিএম হাসান জেবুল, উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, অধ্যক্ষ রেজাউল আমিন, অধ্যক্ষ ম. মোশাহিদ আহমদ, অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, রফিকুল হক, অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, অধ্যাপক বশির আহমদ, অধ্যাপক শামীম আহমদ, অধ্যাপক হারিস উদ্দিন, অধ্যাপক আলিম উদ্দিন, মাহফুজুর রহমান, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, এডভোকেট মনসুর রশিদ, রফিকুল হক, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক ছুরাব আলী, অধ্যাপক পুলক রঞ্জন চৌধুরী, এডভোকেট আবদুল মজিদ খান মানিক, এডভোকেট এমদাদুল হক, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
শোক সভায় দোয়া পরিচালনা করেন মুফতি এহতেশাম কাশেমী। বিজ্ঞপ্তি