বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে —-ড. মোমেন

39

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলাধীন শাহপরান ব্লক আওয়ামীলীগ যুবলীগ এর উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার রাত শহরতলীর শাহপরাণ বাজারস্থ একটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
৪নং খাদিমপাড়া ইউপির চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগ নেতা এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগের সদস্য বাবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিজয়ের মাসে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান কে ও মুক্তিযোদ্ধাদের যার অনুপ্রেরণায় আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এবং ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এ স্বাধীন বাংলাদেশ। এদেশকে অশান্তির দিকে ঠেলে দিতে জামায়াত বিএনপি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশে অরাজকতা একের পর এক সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে নিরাপদে এবং শান্তিতে বসবাস করতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। এদেশ আজ উন্নয়নে ভরপুর, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের দেশের খাদ্য বিদেশেও পাঠানো হচ্ছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। তাই ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন তাদেরকে প্রতিহত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। বেগম জিয়া পরিবার বিদেশে গিয়েও এদেশের সুনাম ক্ষুন্ন করছেন। সৌদিআরবে কোটি কোটি টাকা দুর্নীতির খবর বিশ্বজুড়ে প্রশ্নবিদ্ধ করছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, মহানগর যুবলীগ আহবায়ক আলম খান মুক্তি, জৈন্তাপুর আওয়ামীলীগের সহ সভাপতি কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মখলিছুর রহমান, সহ সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শওকত আলী, আবুল কালাম আজাদ, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার মহালদার, সহ সভাপতি ফয়জুল হক, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জমির আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা কবির আহমদ, সাহেদ আহমদ, আলাউদ্দিন আলাই, খালেদ আহমদ, উসমানী সুহেল আহমদ, ফরিদ মিয়া, সৈয়দ ইউছুফ আব্দুল্লাহ, স্বপন আহমদ, শামীম আহমদ, আইনুদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি আজির উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক সহ সভাপতি রানা শেখ, সিনিয়র সদস্য শাহীনুজ্জামান শাহিন, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, আল মামুন, জয়নাল আহমদ, কামরান আহমদ, তোফাজ্জল হোসেন, আমজাদ আলী, তাজ উদ্দিন, জয়নাল মিয়া, আহবায়ক উপজেলা রিপন মিয়া, শাহীনুল ইসলাম শাহীন, জৈন্তাপুর যুবলীগের সিনিয়র সদস্য বাদশা মিয়া, কামরান মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার যুবলীগ সদস্য তোফাজ্জ্বল হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মছব্বির, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য কবির আহমদ, সাবেক সহ সভাপিত সিলেট জেলা ছাত্রলীগ সোহেল আহমদ মুন্না। সংবর্ধনাকারী ব্যক্তিবৃন্দ মো: হারিছ আলী, পিয়ারা মিয়া, মখলিছুর রহমান, মুর্শেদ আহমদ চৌধুরী মাসুম, আব্দুল হক, আবুল কালাম আজাদ, শওকত আলী, জিয়াউল ইসলাম, আনছার মিয়া মহালদার। সংবর্ধনাকারী বীর মুক্তিযোদ্ধাবৃন্দ হলেন, থানা কামান্ডার হাজী মোঃ এরশাদ আলী, সাবেক ডেপুটি কামান্ডার সাফের আলী, ইউনিয়ন কামান্ডার মোঃ সুরুজ আলী, সাবেক ইউপি কামান্ডার মোঃ নুরুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মোঃ শফিক উদ্দিন, মোঃ মোহাহের আলী, মোঃ হাবিব আলী, মোঃ কলমদর আলী, মোঃ আলা উদ্দিন, আইনউল্লাহ, মোঃ মঈন উদ্দিন, মোঃ সুরমান আলী, সিকান্দার আলী, আব্দুল কাদির, এস এম নাসিম উদ্দিন মোঃ জহির উদ্দিন, মোঃ ফয়েজ উদ্দিন, খায়রুল মজিদ, মোহাম্মদ আলী, রোবিন্দ্র চন্দ্র, হারুনর রশিদ, আব্দুল লতিফ, আফতাব আলী, নাজমূল হোসেন, কলিম উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি