তাজুল ইসলাম নাহীদ

16

ভালোবাসার পাখি :

পাগল করা চোখটি তারই
যায় না কভু ভোলা,
এই হৃদয়ে সারাক্ষণই
দিতে থাকে দোলা।

একটি পলক তারে ছাড়া
যায় না থাকা ঘরে,
দিবানিশি শুধুই যে হায়
কেবল মনে পরে।

ইশারাতে ডাকে যেনো
পাগল করা চোখে,
দূরে থাকলে ভাসি আমি
সাথীহারা শোকে।

কি যে যাদু চোখেতে তার
কাছে শুধু টানে,
এক মূহুর্ত দূরে থাকলে
শান্তি পাই না প্রাণে।

সে যে আমার পরাণ পাখি
দুই নয়নের আলো,
তারে ছাড়া ক্যামনে বলো
থাকি আমি ভালো?