আশা :
এই ধরনীর সকল মানুষ
ধনী গরীব চাষা,
জীবন গড়ে সবাই মিলে
মনে নিয়ে আশা।
ছাত্র-ছাত্রীর কত আশা
নেতা-নেত্রী হবে,
কেউবা আবার জজ ব্যারিস্টার
হবে এই না ভবে।
ধনীর চাওয়া কাড়ি কাড়ি
ধনসম্পদ আর গাড়ী,
গরীব বলে কোনোমতে
জীবন দিব পাড়ি।
কোটি লোকের কোটি আশা
আশার নেই যে ভাষা,
পুরণ করো মহান প্রভু
সবার মনের আশা।।