মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গত ১৭ ডিসেম্বর রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানস রায়ের রচনায় নাটক ‘সিংহাসন’ মঞ্চস্থ হয়। নাটকটি উপভোগ করতে হাজারো জনতার সমাগম ঘটে। লোকজনের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুল মঞ্চসহ আশপাশ এলাকা। লোকজন অত্যান্ত গভীরভাবে শান্ত পরিবেশে গাদাগাদি করে নাটকটি উপভোগ করেন। এ যেন এক শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। নাটকটি অনেক প্রশংসা কুড়িয়েছে। পৌর মেয়র আক্তার হোসেন অভিভূত হয়ে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে নাটকের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
নাটকে মহারাজ ভোজ চরিত্রে চমৎকার অভিনয় করে জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ তরুণ অভিনেতা তানভীর আহমদ ইমু, যুবরাজ প্রতাপ চরিত্রে শিশু শিল্পী অভিজিৎ শাশ্বত রায়, গোপী চরিত্রে চপল চন্দ, গোবরধন চরিত্রে উজ্জ্বল, পটল চরিত্রে গোবিন্দ, মহারাজ বিক্রমাদিত্য চরিত্রে অহি, মকরাক্ষ চরিত্রে তোহা, মন্ত্রী চরিত্রে দ্বিপক দেব, সেনাপতি চরিত্রে মুরাদ আহমদ, রঘু চরিত্রে মানস রায়, রবি চরিত্রে মিহির, বুধো চরিত্রে জুয়েল, রক্ষী চরিত্রে শফিক, প্রহরী চরিত্রে সৌরভ, ভানু ও দেবল চরিত্রে মুকিত চমৎকার অভিনয় করে দর্শক হৃদয়ে সাড়া জাগিয়েছে।