আইকন ফাউন্ডেশন বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সদস্য সম্মেলন

70

আইকন ফাউন্ডেশন বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সদস্য সম্মেলন শুক্রবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জনতা মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা দেলওয়ার হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া মাদানীয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াহইয়া বিন আসআদ, দারুস সুন্নাহ মোরাদগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান আহমদ, মাওলানা কালিমুল্লাহ ফাহাদ, মাওলানা মারুফুল হাসান, ডাক্তার সাইদুর রহমান অমিত।
অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সুহেল আহমদ, মাওলানা ইমরান সিদ্দিকী পাবেল, মাওলানা জাহিদ আহমদ, আশরাফ হোসাইন, হাফিজ সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল ইমরান চৌধুরী, জুবের আহমদ, রেদওয়ান আহমদ, হামিদুল হক এমদাদ, হাফিজ জাহেদ আহমদ, আব্দুর রহিম সিদ্দিক, হুসাইন আহমদ, আসআদ আহমদ, মো. রেদওয়ান, মো. জাবের আহমদ, সাইফুল ইসলাম, সাহেদ হোসেন, মনিরুল ইসলাম, হাফিজ রাফি সালিম, আশরাফ হোসাইন, মাহমুদুর রহমান, শিব্বির আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল হামিদ খান বলেন, আর্তমানবতার সেবায় কাজ করছে আইকন ফাউন্ডেশন বাংলাদেশ। গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তের গ্র“প নির্ণয়, রক্তদান কর্মসূচী পালন করে সমাজের জন্য কাজ করছে এ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সামাজিক উন্নয়নমূলক কাজ সব সময় অব্যাহত থাকবে। উপজেলার সকল দায়িত্বশীলদেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আগামী ২ বছরের জন্য আইকন ফাউন্ডেশন বাংলাদেশ বিয়ানীবাজার শাখা কমিটি গঠন করা হয়। মাওলানা সোহেল আহমদকে সমন্বয়ক ও হাফিজ আশরাফুল ইসলাম এবং জাকারিয়া বকরকে সহকারী সমন্বয়ক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিজ্ঞপ্তি