এশিয়া কাপ ফাইনাল ॥ শ্রীলঙ্কার ষষ্ঠ নাকি পাকিস্তানের তৃতীয়?

6

স্পোর্টস ডেস্ক :
ফাইনাল ম্যাচের মাধ্যমে এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা নামছে আজ (রবিবার)। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। নাগরিক টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শিরোপার দেখা পেয়েছে শ্রীলঙ্কা। আবার ফাইনাল খেলেছে যেকোনো দলের চেয়ে বেশি। এশিয়া কাপের প্রথম তিন আসরেই ফাইনাল খেলেছে লঙ্কানরা। তবে প্রথম ও তৃতীয়বার ভারতের কাছে হেরে যায় তারা। ১৯৮৬ সালের এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় দলটি। এরপর ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালেও ট্রফি জেতে তারা।
এদিকে ট্রফি জয়ের ক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে খানিকটা পিছিয়ে রয়েছে পাকিস্তান। এখন পর্যন্ত এশিয়া কাপে ফাইনাল খেলেছে মোট চারবার। এরমধ্যে দুবার শিরোপা জিতেছে, অন্য দুইবার হেরেছে দলটি। ২০০০ সালে শ্রীলঙ্কাকে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলো পাকিস্তান। এরপর ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে আসে দ্বিতীয় ট্রফি।
শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে এখন পর্যন্ত মোট তিনবার দেখা হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কার। এতে সফলতার হার বেশি শ্রীলঙ্কার। ফাইনালে পরস্পরের মোকাবিলায় দুইবার জিতেছে লঙ্কানরা। অন্যদিকে একবার জিততে পেরেছে পাকিস্তান।
এশিয়া কাপে পিছিয়ে থাকলেও শক্তিমত্ত্বার বিচারে ঠিকই এগিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে লঙ্কানদের ঢের এগিয়ে বাবর আজমরা। যেখানে ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছে পাকিস্তান, সেখানে ২৩৪ রেটিং নিয়ে আটে দাসুন শানাকা বাহিনী। তাই ধারণা করা হচ্ছে দারুণ এক মাচ উপভোগ করতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব।
এশিয়া কাপের এবারের আসরের প্রথমপর্বে হারে শুরু হয়েছিলো শ্রীলঙ্কা। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর বিপক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে কোনোমতে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে দাসুন শানাকারা। এরপর সেরা চারের খেলায় দাপুটে পারফরম্যান্স লক্ষ্য করা যায় লঙ্কানদের। এই পর্বের তিন ম্যাচে তারা যথাক্রমে হারিয়েছে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে।
এদিকে হারে এশিয়া কাপ শুরু করেছিলো পাকিস্তানও। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরেছিলো ৫ উইকেটে। এরপর হংকংকে উড়িয়ে উঠে সেরা চারে। সেখানে প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে। আর তৃতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে যায় পাকিস্তান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।