জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহ সিলেটের গত ৩ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব জামেয়ার হলরুমে সিলেট শহরের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি মো. মুহিব্দুল হক গাছবাড়ী ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার নাইবে মুহতামিম হাফিজ মাওলানা আছাদ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলের, ধুপাগুলস্থ জমির বিরোধ নিরসনের জন্য জামেয়াকে প্রায় ৮০ লক্ষ টাকা কর্জ করতে হয়েছে। এছাড়া জামেয়ার পীরমহল্লাস্থ জমিতে একটি মসজিদ ও মান সম্মত একটি মহিলা মাদরাসা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রায় ৫ কোটি টাকার প্রয়োজন। জামেয়ার মুহতামিম বলেন, যেহতু দরগাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ও দরগাহ মসজিদের ৫৯ বছরের ইমাম আরিফ বিল্লাহ হযরত মাওলানা আকবর আলী (রহ.) এ রকম কোন কাজ করতে শহরের বিশিষ্ট মুরব্বীদের নিয়ে পরামর্শ করতেন তাই আমরাও তার ধারাবাহিকতায় আজ আপনাদেরকে নিয়ে এ পরামর্শ সভার আয়োজন করেছি। উপস্থিত মুরব্বিয়ান জামেয়ার এ কাজের জন্য সামর্থ অনুযায়ী অনুদান প্রদানের ওয়াদা করেন এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডে (আল হাইআতুল উলিয়ালিল জামিয়াতিল কওমিয়া) সমগ্র বাংলাদেশের অন্যতম এ প্রতিষ্ঠান ও সিলেট বিভাগের ১ম স্থান অর্জনকারী এ জামেয়াতে মুক্তহন্তে দান করার জন্য সর্ব সাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মুফতি মুহাম্মদ হাসান, জনাব সাফওয়ান চৌধুরী, জনাব মুফতি সাঈদ আহমদ, মাওলানা আতাউল হক জালালাবাদী, জনাব নোমানী চৌধুরী, জনাব মুহাম্মদ আব্দুল মতিন, জনাব জুবায়ের আহমদ চৌধুরী, কাজী ময়নুল হোসেন, মুফতি এম. সোহেল উদ্দীন আহমদ, রফীক উদ্দীন আহমদ মজুমদার এডভোকেট. মুহাম্মদ সাদিক মিয়া, মুহাম্মদ কয়ছর আহমদ চৌধুরী ফেরদৌস, মুহাম্মদ মইনুদ্দিন, মুহাম্মদ ফয়েজ, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আব্দুল মুহিত, মুহাম্মদ গোলাম মাহমুদ চৌধুরী, মুহাম্মদ সিরাজুল হক খান, মুহাম্মদ ইকবাল হুসেন, মুহাম্মদ আব্দুল গণি, মুহাম্মদ জামাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি