শেষ যে গন্তব্য :
তুমি আমার আলসে দুপুর
ঘুঘু ডাকা ক্ষণ
রোদ ঝলমল বসুন্ধরা
কাব্য লেখা মন।
তুমি আমার চাঁদের হাসি
জোছনা জোনাক তারা
তোমায় পেয়ে স্বাধীনতা
আমি পাগলপারা!
তোমায় পেয়ে সকল পাওয়া
পূর্ণ হলো সবই
তুমি আমার খোকার হাতে
আঁকা সবুজ ছবি।
তুমি আমার স্বপ্নে দেখা
অপূর্ব এক গ্রাম
দখিন হাওয়া গজল গাওয়া
পিতৃমহের ধাম।
তোমায় নিয়ে সবাই করে
দারুণ মন্তব্য!
তুমি আমার পথচলার
শেষ যে গন্তব্য।