সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা মামলা ॥ বাবা ৫ ও দুই চাচা ৩ দিনের রিমান্ডে

26

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
উপজেলায় শিশু তুহিন হত্যা মামলায় বাবা ও চাচাকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাবা আব্দুল বাছিরকে পাঁচদিন ও দুই চাচাকে তিনদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার বিকেল ৫টায় সুনামগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন।
দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে নিহত তুহিনের বাবা আব্দুল বাসির ও চাচা মাওলানা আব্দুল মোছাব্বির এবং জমশেদ আলীকে আদালতের কাছে সাতদিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত বাবার পাঁচদিন এবং দুই চাচাকে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে বাবা আব্দুল বাছির ও দুই চাচাকে তিনদিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ। পরে তাদের আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।
১৫ অক্টোবর মঙ্গলবার তুহিনের আরেক চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।