চুনারুঘাট থেকে গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার :
চুনারুঘাট থেকে দেড় কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন)। গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাজার বাজার নাঈম ট্রেডার্স বালুর মহল অফিসের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয়নগর থানার ইসলামপুর গ্রামের মৃত মোহন মিয়ার পুত্র মো: ইউনুস মিয়া (৫৪) ও তার পুত্র মো: উজ্জল মিয়া (২৫)।
৭ এপিবিএন পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি)’র সার্বিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নি:) রাজু আহাম্মদ (অপস্ এন্ড ইন্টেলিজেন্স উইং) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চুনারুঘাট থানার রাজার বাজার নাঈম ট্রেডার্স বালুর মহল অফিসের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইউনুস মিয়া ও তার পুত্র উজ্জল মিয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৫০০ গ্রামে গাঁজা উদ্ধার ও জব্দ করে ৭ এপিবিএন। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ এপিবিএন এসআই (নি:) মো: রেজাউল করিম বাদি হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা চিহিৃত মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে প্রাথমিকভাবে জানায় ৭ এপিবিএন পুলিশ।