জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন গ্রামের বন্যা দুর্গত এক হাজার পরিবারে চাল, তেল, আলু, পেঁয়াজ সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ জুলাই সোমবার ইসহাকপুর শাহী ঈদগাহ মাঠে ত্রাণ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি সিতাব খানের সভাপতিত্বে ও ট্রাস্টের সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আকমল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।
বক্তব্য রাখেন, ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদর উদ্দিন, প্রবীণ মুরব্বি হাজী আলা মিয়া, সমাজসেবক ডা. আছকির খান, শাহিন মিয়া, আবদুল ওয়াহাব, ফরুক আলী প্রমুখ।