মুজিব শোকের ছড়া :
আগষ্ট এলে মনে পড়ে,
একটি দিনের কথা –
সেই দিনটি মুজিব শোকের,
দেয় মনে ব্যথা।
কোন পাষাণে হানলে আঘাত,
মুজিব সোনার বুকে –
বাংলা জুড়ে শোকের মাতম,
কাঁদছে সবাই ধুঁকে।
কে রে সেই পাষাণ হৃদয়,
করলি খালি বুক –
বৃথাই জনম ধিক্ তোরে ধিক্,
আসবে না তোর সুখ।
আজও কাঁদে বাংলার মানুষ,
মুজিব শোকের তরে –
বাংলা জুড়ে শোকের মাতম,
বইছে ঘরে ঘরে।