স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লে-অফ নিশ্চিত করেছে ৪টি দল। সবার আগে সুপার ফোরের খেলা নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।
দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। আর তৃতীয় দল হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার ঢাকা ডমিনেটর্সকে বিদায় করে দিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স।
সিলেট, বরিশাল, কুমিল্লা ও রংপুর সুপার ফোরে খেলা নিশ্চিত করে ফুরফুরে মেজাজে থাকলেও প্রথম রাউন্ড থেকে বিদায়ে হতাশ নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা, শুভাগত হোমের নেতৃত্বাধীন চট্টগ্রাম আর তামিম ইকবালদের খুলনা।
১২ ফেব্রুয়ারি শুরু হবে বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ১৪ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার আর ১৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
প্লে-অফ নিশ্চিত হওয়ায় শনিবার থেকে ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত ৩৫ থেকে ৪২তম তথা ৮টি ম্যাচ কার্যকারীতা হারিয়ে হয়ে গেছে নিয়ম রক্ষার।
তবে প্রথম রাউন্ডের খেলা শেষে যারা পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় হবে তারা ফাইনালে ওঠার জন্য দুটি করে সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।