পাপের খাতা :
এমন কাজ করিও না ভাই
যে-ই কাজে হয় পাপ,
পাপের প্রায়শ্চিত্ত ভুগতে হবে
পাবেনা সেদিন মাপ।
চলার পথে হাজার পাপ
পাপের নানান ধরণ,
পাপেই পাপের জন্ম দেয়
পাপেই একদিন মরণ।
কারো ক্ষতি করে কেউ
পায় নাকো ক্ষমা,
সকল কাজের লিপিবদ্ধ
থাকে আমলনামা জমা।
পাপের নেশায় মত্ত হয়ে
ডেকে আন যে জম,
সেদিন কিসের বাহাদুরি
নিস্তব্ধ যেদিন দম।
নিত্য যাঁরা করছে ক্ষতি
বাড়ছে তাদের পাপ,
দিনেদিনে পাপের খাতা
বাড়ছে যে একধাপ।