অসাধু ব্যবসায় শিশুদের ব্যবহার ! আগস্ট ১১, ২০২২ 21 Facebook Twitter Pinterest WhatsApp মরা পাথর (স্থানীয় ভাষায় কালো পাথর) এ পাথর বিক্রি হয় না, ফলে এগুলোকে ছোট ছোট করে ভেঙ্গে কয়লার সাথে মিশিয়ে বিক্রি করেন কিছু অসাধু ব্যবসায়ী। আর ভাঙ্গার কাজে ব্যবহার করা হয় প্রাইমারী স্কুলের শিশুদের। এক ঝুড়ি পাথর ভেঙ্গে ২৫ টাকা পাওয়ার লোভে স্কুল ফাঁকি দিয়ে পাথর ভাঙ্গছে তৃতীয়-চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুরা। ছবিটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট থেকে তোলা। ছবি- মামুন হোসেন