তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুর পশ্চিম বাজার হাজী খসরুল আলম মার্কেটে আগুন লেগে ১৫টি দোকান ও মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩ টা ১২ মিনিটের সময় এ আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে এ আগুনের সূত্রপাত এ বিষয়ে কোন কিছ্ ুজানেন না ব্যবসায়ীরা। আগুন লাগার পর পরই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে দু’টি মোটর সাইকেল, দু’টি স্টেশনারী দোকান, একটি সিলিন্ডারের দোকান, একটি লেপ-তোষকের দোকান, একটি মোটর সাইকেল গ্যারেজ, চায়ের দোকান, দলিল লিখকেরে অফিস সহ ১৫টি দোকান কোটা আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এ সময় পাশ্ববর্তীর শাহজালাল টাওয়ায়ের পশ্চিমাংশ মারাত্মক ভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সংবাদ শুনে সুনামগঞ্জ জেলা সদর থেকে দু’টি ফায়ার সার্ভিসের গাড়ী ভোর রাতে ঘটনা স্থলে পৌঁছে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোতাকাব্বির, জানান, তার স্টেশনারী দোকানের সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে গেছে এতে করে তার আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মোটর সাইকেল গ্যারেজ মালিক সেরুয়ান মিয়া জানান, দুটি মোটর সাইকেল সহ দোকানে মোটর সাইকলের অনেক যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে।
তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া জানান, ঘটে যাওয়া অগ্নিকান্ডে মার্কেটের ১৫টি দোকান পুড়ে গেছে এতে ব্যবসায়ীদের কমপক্ষে ৩০ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন।