শাবিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র আহ্বায়ক কমিটি গঠন

19

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাসকে আহ্বায়ক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ারদার ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলমকে যৌথভাবে যুগ্ম আহ্বায়ক এবং জেনেটিক ইন্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাসকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) রাতে নবগঠিত আহ্বায়ক কমিটির যুুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম (রসায়ন বিভাগ), অধ্যাপক ড. মো. আব্দুল গণি (সমাজবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওসার (পরিসংখ্যান বিভাগ), অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন (সমাজবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মো. জফির উদ্দিন (বাংলা বিভাগ), অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী (সিএসই বিভাগ), অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম (ইংরেজী বিভাগ), সহযোগী অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক (রসায়ন বিভাগ), সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ (রসায়ন বিভাগ), সহযোগী অধ্যাপক ড. মাহমুদা ইসলাম (এফইএস বিভাগ), সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম (এফইটি বিভাগ), সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল শোয়েব (বিএমবি বিভাগ) ও সহকারী অধ্যাপক করিমা বেগম (নৃবিজ্ঞান বিভাগ)।