আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় শাল্লা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস সুনামগঞ্জ এর উদ্যোগে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রুটিন দায়িত্বরত) মোঃ আব্দুছ ছাত্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুলাহ্ আল- মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী বাহারা ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দাস, সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুন কান্তি দাস, সাংবাদিক পিসি দাস ও ইমাম এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সংবাদকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি, সকল ধর্মের প্রতিনিধি, নারী পুরুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, দেশের উন্নয়নকে তরান্বিত করতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। আবহমান কাল থেকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তাঁরা বলেন, উন্নয়নের স্বার্থে যে কোনো অপপ্রচারকে প্রতিহত করতে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। যে কোনো ধরনের গুজব, মিথ্যাচার, অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জেলা তথ্য অফিসের মাধ্যমে এ ধরণের প্রচার কার্যক্রম অব্যাহত রাখতে মতামত ব্যক্ত করা হয়।