শাবির পার্শ্ববর্তী টিলায় ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

13
নিহত শাবি শিক্ষার্থী বুলবুল আহমেদ ও স্বজনদের আহাজারি। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে। খুন হওয়া শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ (২২)। তার বাড়ি নরসিংদী জেলায়। শাবিতে তিনি লোক প্রশাসন বিভাগের তৃৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সোমবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন গাজিকালুরটিলার নিচ থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় বুলবুল আহমেদ। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মর্বিকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনাস্থলে রক্ত ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি। তারা জায়গাটি ঘিরে রেখেছেন। পুলিশের ক্রাইম রেসপন্স টিম যাচ্ছে। তিনি আরও জানান, বুলবুলের গ্রামের বাড়ির বিস্তারিত এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণও রহস্যাবৃত। তবে তার লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।