হরতাল ডেকে ছাত্রদল নেতারা ছিলেন ঘরে বসে

33

স্টাফ রিপোর্টার :
হরতাল ডেকে ছাত্রদল নেতারা ছিলেন ঘরে বসে। কেবলমাত্র বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের হরতাল। হাতে গোণা দু’চারজন নেতাকর্মী আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে রাজপথ ছেড়ে অলি-গলিতে মিছিল-সমাবেশ করেছেন। যে কারণে অনেকেই মন্তব্য করেছেন ছাত্রদল এসএসসি পরীক্ষার্থীদের সাথে “তামাশা” করে এ হরতাল ডেকেছে। আর তাই সাধারণ মানুষ এ হরতাল প্রত্যাখ্যান করেছেন।
হরতালে সব কিছুই ছিল স্বাভাবিক। নগরীর বড় বড় মার্কেট ও শপিংমলগুলো বন্ধ থাকলেও অন্যান্য সব দোকান-পাট খোলা ছিল। পাশাপাশি নগরী জুড়ে চলাচল করেছে সব ধরনের যানবাহন। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে ট্রাফিককে সদা ব্যতিব্যস্ত থাকতে দেখা গেছে। স্বাভাবিক ছিল ট্রেন ও বিমান চলাচল। নগরী ও শহরতলীতে আইন শৃংখলা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। ছাত্রদল এ হরতাল আহবান করলেও সংগঠনের প্রথম সারির কোন নেতাকেই রাজপথে দেখা যায়নি। হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।