ফাগুনের প্রহরে

37

হাজেরা সুলতানা হাসি

ফাগুনের মধুময় এই বেলাতে
প্রকৃতি সাজে স্নিগ্ধ সাজেতে
কোকিলের কুহু কুহু তানে,
প্রাণ ভরে নানা ফুলের ঘ্রাণে!

হলুদ বরণ সাঁঝের ক্ষণে,
উদাস আমি আপন মনে
দেখি নিভে রাঙা রবি,
মন হয়ে যায় যে কবি!

ফাগুন মানে নয় আগুন রাঙা
স্নিগ্ধ প্রহর হিয়া করে চাঙা
কবি পায় খুঁজে কবিতার ছন্দ,
ফাগুন দিন লাগে না তো মন্দ!